bn_tn/LUK/23/52.md

1.1 KiB

এই মানুষটি

"যোষেফ"

পিলাতের সঙ্গে দেখা করে বললেন

"পিলাতের কাছে গেলেন এবং অনুরোধ করলেন"

তিনি নিয়ে গেলেন

"যোষেফ যীশুর দেহ ক্রুশ থেকে নিয়ে গেলেন"

ভালো নরম কাপড়ে জড়ালেন

"দেহটি ভালো নরম কাপড়ে জড়ালেন"

কবরে তাঁকে শুইয়ে দিলেন

"যীশুর দেহ কবরের মধ্যে রাখলেন" অথবা "যীশুর দেহ একটি কবরের ঘরে রাখলেন"

এটি পাথরের তৈরী ছিল

"একটি কবর যেটি কেউ একজন পাথর কেটে তৈরী করেছিল"

যেখানে কখনো কাউকে কবর দেয়নি

"আগে কেউ কখনো সেই কবরের মধ্যে কোনো দেহ রাখেনি" (UDB)