bn_tn/LUK/11/43.md

1.5 KiB

(যীশু ফরীশীদের সঙ্গে কথা বলে চললেন.)

সামনের আসনে

"সব থেকে ভালো আসনে"

তোমরা হলে গুপ্ত কবরের মত যা লোকেরা না জেনে তার ওপর দিয়ে হেঁটে যায়

এটি একটি উপমা. সেই ফরীশীরা ছিল গুপ্ত কবরের মত কারণ তারা দেখতে ছিল আচার

সংক্রান্ত ভাবে পরিষ্কার, কিন্তু তারা তাদের আশেপাশের লোকেদের অভিশাপ দিত অশুচি বলে. এই আসল বিষয়ের যে মিল কিছুটা বেশি পরিষ্কার UDB তে. (দেখুন: উপমা)

গুপ্ত কবরগুলো

এই কবরগুলি হল মাটিতে গর্ত খোঁড়া যেখানে মৃতদেহ মাটি দেওয়া হয়েছিল. সেগুলোয় সাদা পাথর ছিল না যা লোকেরা সাধারনত কবরের ওপরে রাখতো যাতে অন্যরা দেখতে পায়. যখন লোকেরা কবেরের উপর দিয়ে হেঁটে যায় তখন তারা আচার

সংক্রান্ত ভাবে অশুচি পড়বে .