1.1 KiB
1.1 KiB
জোর দিয়ে বলল
"জোরের সহিত বলল" অথবা "চিত্কার করে বলল" (UDB)
সত্যিই এই মানুষটি
"এই মানুষটি" কথাটি পিতরকে উল্লেখ করেছে। বক্তা হয়ত পিতরের নাম জানত না।
তিনি একজন গালিলীয়
মথি ২৬:৭৩ পদে বলে যে লোকেরা তাঁর কথা বলার ধরন দেখে পিতরকে গালিলীয় বলত।
আমি জানিনা তুমি কি বলছ
এই বাগধারাটি সাধারণত জোর দিয়ে বলে যে "তুমি যা বলছ তা মোটেও সত্য নয়" অথবা "তুমি যা বলছ তা পুরোপুরি মিথ্যা।" (দেখুন: বাগধারা)
যখন তিনি কথা বলছিলেন
"যখন পিতর কথা বলছিলেন"