1.9 KiB
কিন্তু তারা চুপ করে রইল
ধার্মিক নেতারা যীশুকে উত্তর দিতে সম্মত হল না। # যীশু লোকটির উপর নিজের হাত রাখলেন
"যীশু লোকটিকে স্পর্শ করলেন" # তোমাদের মধ্যে কে যার এই ছেলে বা বলদ . . . সঙ্গে সঙ্গে কি তাকে তুলবে না
এটি একটি উপমা। তিনি চায়ছিলেন তারা যেন স্বীকার করে যে তারা তাদের ছেলে বা বলদ কে সাহায্য করবে, এমনকি বিশ্রাম দিনেও করবে, তবে তার বিশ্রাম দিনে লোকেদের সুস্থ করাও সঠিক। এটি এইভাবেও অনুবাদ করা যায় "যদি তোমাদের মধ্যে কারও ছেলে বা বলদ বিশ্রাম দিনে কুয়োর মধ্যে পড়ে যায়, তুমি নিশ্চই সঙ্গে সঙ্গে তাকে তুলবে।" (দেখুনঃ আলঙ্কারিক প্রশ্ন) # তারা উত্তর দিতে পারছিল না
এটি এই ভাবে অনুবাদ করা যায় "তাদের কিছু বলার ছিল না"। এমন নয় যে তারা যীশুর প্রশ্নের উত্তর জানত না, বরং তারা জানত যে তিনি ঠিক বলছেন এবং তারা এই বিষয়ে আর কিছু বলতে চায় নি।