bn_tn/LUK/05/33.md

1.9 KiB

তারা তাঁকে বলল

"ধর্মীয় নেতারা যীশুকে বললেন৷"

কেউ কি করতে পারে

যীশু উপলদ্ধিমূলক প্রশ্নের ব্যবহার করেছেন লোকদের কোন একটি পরিস্থিতির সম্পর্কে চিন্তা করতে যার সঙ্গে তারা আগে থেকেই পরিচিত ছিল৷ এটিকে এইভাবে অনুবাদ করা যেতে পারে যেমন "কেউই বরের বিয়েতে অংশ গ্রহণকারীদের উপোস করতে বলতে পারে না যতক্ষণ সে তাদের সঙ্গে আছে৷" (অলঙ্কৃত প্রশ্ন দেখুন)

বিয়েতে অংশগ্রহণকারীদের

"অতিথি" অথবা "বন্ধু৷" এরা সেই সমস্ত বন্ধুরা যারা সেই ব্যক্তির সঙ্গে উদযাপন করে যার বিয়ে হচ্ছে৷

কিন্তু সেই দিন আসবে যখন

"কিন্তু কোন একদিন" (UDB) বা, "কিন্তু শীঘ্রই৷"

বরকে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে

এটি একটি রূপক৷ যীশু তাঁর নিজের বিষয়ে বলছিলেন৷ একই ভাবে এটি যোগ করার মাধ্যমে স্পষ্ট করা যেতে পারে, "আমার শিষ্যরাও উপোস করতে পারে না যখন আমি তাঁদের সঙ্গে আছি৷" (দেখুন: রূপক)